চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি ও হামলা ভাংচুর এবং বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু (৩৭) প্রকাশ ইয়াবা বাবলুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গতকাল রবিবার (২৫ মে) সন্ধ্যায় নগরের ফিরিঙ্গি বাজার এলাকায় কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাবলু পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকার বাসিন্দা এবং কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।
কোতোয়ালী ও পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গেলো বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি ও হামলা-ভাংচুর এবং ককটেল ফাটিয়ে ছাত্রদের হত্যা চেষ্টাসহ ২টি মামলার এজহারভুক্ত আসামি যুবলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু।
ঘটনার একদিন পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সে আত্নগোপনে ছিলো। এ ঘটনায় দুটি বিস্ফোরক মামলা দায়ের হয় পটিয়া থানায়।
সে দুটি মামলায় দীর্ঘ তদন্তে এ যুবলীগ নেতার সংশ্লিষ্টতা পাওয়ার পর চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে নগরীতে আর কোন মামলা আছে কি না দেখা হচ্ছে। আগামীকাল সোমবার বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কোতোয়ালী থানার মো. আব্দুল করিম বলেন, পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় পৃথক দুটি বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে এ যুবলীগ নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সে ঐ দুটি মামলার এজহারভুক্ত আসামি। দীর্ঘ সাড়ে নয়মাস ধরে সে পলাতক ছিলো। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কি না তা দেখা হচ্ছে।
জেএন/পিআর