ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, গবেষণাধর্মী শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে আমাদের। অনার্সের শিক্ষাকে কাজে লাগিয়ে মাস্টার্স পর্যায়ের একজন শিক্ষার্থী গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানের ক্ষেত্র সৃষ্টি করবে। এ লক্ষ্যেই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আজ থেকে এমএ ইন ইংলিশ চালু হলো।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ইংরেজি বিভাগে মাস্টার্সের কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
খুলশীর স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল অব লিবারেল আর্টসের ডিন শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি