ছিনতাই হওয়া ৫১ মোবাইল উদ্ধারের পর মালিককে ফিরিয়ে দিল পুলিশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ছিনতাই ও হারানো জিডির সূত্র ধরে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

আজ ২৭ মে (মঙ্গলবার) সকালে এসব উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, বিগত সময়ে এই ফোনগুলো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হারিয়ে যায়। এসব ফোনের হারানো জিডি করা আছে চট্টগ্রামের ১৭টি থানায়।

- Advertisement -islamibank

পরে ফোনগুলো উদ্ধার করে একসাথে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। একসাথে এত ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার সময়ে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।

পুলিশ আরো জানান, বিগত সময়ে হারিয়ে যাওয়া ফোন আবার ফেরত পেয়ে আবেঘগন হয়ে পড়েন প্রকৃত মালিকরা।

এসব মোবাইলের মধ্যে রাউজান থানার ১৩টি, লোহাগাড়া থানার ৭টি, আনোয়ারা থানার ৬টি, চন্দনাইশ থানার ২টি, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ও জোরারগঞ্জ থানার ৭টি ফোন রয়েছে।

জানা যায়, আকর্ষণীয় অফার দিয়ে খুব কম দামে এসব পুরাতন মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয়েছে।

আর এসব লোভলীয় কম মূল্য দেখে ফোনগুলো যাচাই বাচাই ছাড়াই ক্রয় করেন ক্রেতারা।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, অনেকে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে লোভে পড়ে মোবাইল কিনে প্রতারিত হয়েছেন। অনেক সময় মোবাইলের আইএমইআই নম্বরও থাকে ভুয়া।

তিনি বলেন, পুরোনো মোবাইল ফোন কেনার সময় বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ফোনের বক্স, রশিদ এবং আইএমইআই নম্বর যাচাই করতে হবে।

পাশাপাশি কেউ মোবাইল হারালে দ্রুত থানায় জিডি করার অনুরোধ জানাচ্ছি। কারণ এসব ফোন অপরাধে ব্যবহৃত হলে দায় গিয়ে পড়বে মালিকের ওপরই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM