কর্ণফুলীতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (২৭ মে) দুপুরে শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার আসামির নাম মো. মোশাররফ হোসেন (৩৫)। সে উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের দরবার পাড়া এলাকার পুরান অহিদ্যার বাড়ির মো. শহীদের ছেলে। তিনি মামলার ৮ নম্বর আসামি বলে জানিয়েছেন পুলিশ।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৮ নম্বর আসামি মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

- Advertisement -islamibank

এর আগে গত ১৭ মে মধ্যরাতে পুলিশের একটি অভিযানের সময় দুষ্কৃতিকারীরা অতর্কিত হামলা চালায়। এতে কর্ণফুলী থানার ওসি এবং শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গুরুতর আহত হন।

ঘটনার একদিন পর (১৯ মে) কর্ণফুলী থানায় পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।মামলা নম্বর ২৮।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ