রাজস্থলীতে পাচারকালে সোয়া ২ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

অনলাইন ডেস্ক

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ক্রংসাগুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচার কালে কাঠ ভর্তি নাম্বার বিহীন একটি ট্রাক আটক করেছে সেনাবাহিনী।

- Advertisement -

কাপ্তাই সেনা জোন (৫৬ ই বেংগল) এর অধিনস্ত রাজস্থলী আর্মি ক্যাম্পের টিম ট্রাকটিতে তল্লাশী চালিয়ে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করে।

- Advertisement -google news follower

আজ বুধবার সকালে সেনাবাহিনী থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাসুদুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের সময় নাম্বার বিহীন একটি ট্রাকে করে অবৈধভাবে পাচার কালে ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ করে টিম।

- Advertisement -islamibank

পরবর্তীতে আটককৃত কাঠ ও মিনি ট্রাকটি রাজস্থলী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

বন বিভাগের স্টেশন কর্মকর্তা সুত্রে জানা যায়, কাঠ পাচারকারী একটি মহল বন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কাঠ পাচার করে যাচ্ছে। তবে বনজ সম্পদ রক্ষায় সেনাবাহিনীর এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ