নগর ছাত্রদল নেতা সৌরভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

- Advertisement -

বুধবার (২৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস.এম. আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।

- Advertisement -google news follower

আসামি পক্ষের আইনজীবী রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিগত আওয়ামী সরকারের সময়ে কোতোয়ালী থানার বিশেষ ক্ষমতা আইনে করা জিআর মামলা নং ২৮(১১) ২৩ এর শুনানির তারিখে সময়ের আবেদন করলে, আদালত আবেদনটি নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সৌরভের বিরুদ্ধে।

অথচ এইসব রাজনৈতিক মামলায় টাইম পিটিশন গ্রহণ করতে আইন উপদেষ্টা আফিস নজরুল স্যার নির্দেশনা দিয়েছেন।

- Advertisement -islamibank

এই প্রসঙ্গে চট্টগ্রাম বারের সভাপতি এডভোকেট আবদুস সাত্তার বলেন, আসামি পক্ষের আইনজীবীর মাধ্যমে জেনেছি বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে করা রাজনৈতিক মামলায় সৌরভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

এ মামলা ইতোমধ্যে বাতিলের জন্য সরকারের আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

এই ধরনের মামলাগুলো নিয়ে হয়রানি না করতে উচ্চ আদালত ও আইন উপদেষ্টার সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও নিম্ন আদালতের বিচারকের এমন সিদ্ধান্তে আমরা বিব্রত বোধ করছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ