পাহাড়তলী থানা থেকে লুটের অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুটের অস্ত্র ও গুলি দিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

- Advertisement -

গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলেপাড়া পিসি রোড ও নোয়াপাড়ায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার দুই ডাকাত হলেন মো. পারভেজ প্রকাশ অপশন পারভেজ (২৫) ও রিয়াজুর রহমান প্রকাশ মুরাদ প্রকাশ টাকলা মুরাদ প্রকাশ রিয়াদ (২২)। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১টি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি, ১টি ছোরা ও ১টি ধারালো দা

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জেলেপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর কাছে থাকা ব্যাগে একটি রিভলবার, পাঁচটি গুলি ও ছুরি পাওয়া যায়। পরে অভিযানে আরও একজন গ্রেপ্তার হন।

হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নির্জন স্থানে পথচারী ও অটোরিকশার চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই-ডাকাতি করতেন।

এছাড়াও তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ডভ্যানের গতিবিধি রোধ করে বিভিন্ন পণ্য, নগদ টাকা ও মূল্যবান জিনিস ছিনতাই ও ডাকাতিতেও জড়িত।

উদ্ধার রিভলবার ও গুলি গত ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশ বলেছে, ডাকাতির প্রস্তুতি ও থানা থেকে লুটের অস্ত্র উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ