চট্টগ্রামে ভোর থেকে বৃষ্টি, কর্মব্যস্ত মানুষের ভোগান্তি

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গার মতোই চট্টগ্রামেও বৃষ্টি হচ্ছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে বাতাস থাকায় আবহাওয়া কিছুটা শীতল রয়েছে।

- Advertisement -google news follower

এই বৃষ্টি গরমের সস্তির কারণ হলেও সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়কে যাত্রী-পথচারী ও যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে।

তাছাড়া কয়েক ঘণ্টার অব্যাহত এই বৃষ্টির ফলে চট্টগ্রাম নগরীর চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া, আগ্রাবাদ, পাঠানটুলী,পাঁচলাইশ ও কাপাসঘোলা এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

- Advertisement -islamibank

এতে সকাল থেকে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। বৃষ্টির মধ্যেই অনেককে পলিথিন বা ছাতা নিয়ে রাস্তায় বের হতে দেখা গেছে।

গণপরিবহন সংকটের কারণে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে।

জানা গেছে, চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সমস্যা নিরসনে ১৬ হাজার ৭৭১ কোটি টাকার চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পগুলোতে খাল পুনঃখনন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রেগুলেটর স্থাপন এবং সড়ক নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এসব প্রকল্পের আওতাধীন খাল-নালা দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় পড়ে আছে। ফলে কোনো সময় নালায় তলিয়ে, আবার কোনো সময় জলাবদ্ধতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকজনের মৃত্যুর ঘটনাও ঘটছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী দুই দিন দেশের উপকূলীয় এলাকা ছাড়াও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এবং কাছাকাছি এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের চার বিভাগের নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ দুপুর ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অঞ্চলগুলো হলো- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM