মেসি-সুয়ারেজের গোলে অবশেষে জয়ের হাসি হাসলো মায়ামি

খেলাধুলা ডেস্ক :

চার ম্যাচের জয়হীনতা কাটিয়ে অবশেষে জয়ের হাসি হাসলো ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) কানাডার ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দল।

- Advertisement -

মায়ামির চারটি গোলই এসেছে এই দুই তারকা ফরোয়ার্ডের পা থেকে। মেসি ও সুয়ারেজ করেছেন দুটি করে গোল।

- Advertisement -google news follower

চেজ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচের ২৭তম মিনিটে অসাধারণ এক গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ঠেকাতে ব্যর্থ হন মন্ট্রিয়ল গোলরক্ষক।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের রঙ বদলে যায়।

- Advertisement -islamibank

৬৮তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে সুয়ারেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির ৩-০ ব্যবধান নিশ্চিত করেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

ম্যাচে পিছিয়ে পড়েও হার মানেনি মন্ট্রিয়ল। ৭৪ মিনিটে দান্তেসিলির গোল কিছুটা স্বস্তি ফেরায় তাদের ডাগআউটে। তবে ৮৭ মিনিটে আবারও গোল করেন মেসি, যার ফলে মায়ামি এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভিক্টর লুটোরির গোল শুধু ব্যবধানই কমাতে পারে।

এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩।

আর মাত্র একটি জয় পাওয়া মন্ট্রিয়ল ১৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে।

জয়ের পর সুয়ারেজ বলেন, ‘বাজে ফলের দায় আমাদের নিতে হবে। এই জয় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে।’

তবে জয় সত্ত্বেও ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো কিছুটা উদ্বিগ্ন। ম্যাচ চলাকালীন ডিফেন্ডার গনজালো লুজান, টমা অ্যাভিলেস ও জর্দি আলবা চোট পেয়ে মাঠ ছাড়েন।

মাচেরানো বলেন, ‘জয়ের আনন্দ কিছুটা মলিন হয়েছে ডিফেন্ডারদের ইনজুরিতে। গনজালো ও জর্দির পেশিতে সমস্যা, আর টমার অ্যাঙ্কেল ইনজুরির অবস্থা বুঝতে আরও একদিন সময় লাগবে।’

ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী রোববার, প্রতিপক্ষ কলম্বাস ক্রু।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ