চট্টগ্রামে বাস ভাড়া বেশি রাখায় ২ মামলায় অর্থদণ্ড তিন হাজার

অনলাইন ডেস্ক

ঈদুল আযহাকে সামনে রেখে প্রতিবছরই বাস ভাড়া অতিরিক্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। তবে এ বছর আগে ভাগেই বাস ভাড়া তদারকি ও সড়ক পরিবহন আইন প্রয়োগে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।

- Advertisement -

আজ রবিবার (১ জুন) নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকার দুর পাল্লার বাস কাউন্টারগুলোতে বিআরটিএর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

- Advertisement -google news follower

চট্টগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি এবং রুমানা পারভীন তানিয়ার নেতৃত্বে ওই এলাকার হানিফ,ইউনিক,সৌদিয়া,খাদিজা ভিআইপিসহ বেশ কিছু টিকেট কাউন্টার তদারকি করে ম্যাজিস্ট্রেটদ্বয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা দৃশ্যমান না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়সহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ২টি মামলায় তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

- Advertisement -islamibank

এ বিষয়ে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ