শ্রমিকদলের অফিসে জুয়ার আসর, পুলিশে অভিযানে ধরা ১২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় অবস্থিত শ্রমিক দলের অফিসে জুয়ার আসর বসেছে। এমন খবরে অভিযান চালায় চাঁদগাও থানা পুলিশ।

- Advertisement -

আজ রবিবার (১লা জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ১২ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার আসামিরা হলেন, মো. রাকিব (২৩), মো. ফরহাদ (২২), মো. রবিউল হাসান আরমান (২২), আব্দুল লতিফ (৩৫), মো. সুমন চৌকিদার (৩৫), মো. দুলাল (৩৪), মো. জাহাঙ্গীর (২৬), মো. মনির হোসেন (৩৫), মো. রুবেল (৩০), মো. জসিম (৩৭), আব্দুল মান্নান (৩০) ও আব্দুল কালাম আজাদ (৫২)।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ। এতে বলা হয়, জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

- Advertisement -islamibank

গোপন সংবাদের ভিত্তিতে কালুরঘাট শ্রমিকদলের অফিসে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ