ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

খেলাধুলা ডেস্ক :

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল

- Advertisement -

৩৬ বছর বয়সী এই অজি অলরাউন্ডার তার নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম গ্লেন ম্যাক্সওয়েল ডট লাইভে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন।

- Advertisement -google news follower

২০১২ সালের আগস্টে অভিষেকের পর থেকে মোট ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাক্সি।

৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফরম্যাটের পরবর্তী বড় টুর্নামেন্ট হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

- Advertisement -islamibank

ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যেতে পারেন অজি এই তারকা।

ম্যাক্সওয়েল অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি। তবে লাল বলের ক্রিকেটে তার দলে ফেরার সম্ভাবনা খুবই কম।

এই ফরম্যাটে সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে প্রায় আট বছর আগে তিনি খেলেছেন। চারটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরির কীর্তি র‍য়েছে ম্যাক্সওয়েলের নামের পাশে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ