নতুন রূপে মোটোরোলার মোটো রেজর?

গত দশকের অন্যতম জনপ্রিয় ফোন ‘মোটোরোলা রেজর’। এটি পুনরায় বাজারে নিয়ে আসতে চলেছে লেনোভো। ফ্লিপ বা ফোল্ডেবল ডিজাইনের এই ফোনটি এ বারে ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে ফিরে আসতে পারে বলে শোনা যাচ্ছে।

- Advertisement -

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদপত্রে দাবি করা হয়েছে যে, ফেব্রুয়ারি মাসে আমেরিকায় লঞ্চ হতে পারে এই ফোন। মনে করা হচ্ছে যে, এর দাম থাকবে বেশ চড়ার দিকেই। ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি এই ফোনের দাম থাকবে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -google news follower

এর আগেও ২০১১ ও ২০১২ সালে রেজর ফোনকে স্মার্টফোন হিসেবে ফিরিয়ে এনেছিল মোটোরোলা। ড্রয়েড রেজর নামের সেই স্মার্টফোনও চলত অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে। কিন্তু ব্যবহারকারীদের কাছে তেমন জনপ্রিয় হয়নি এই ফোন।

যদিও এই খবরের প্রেক্ষিতে এখনও কোনও মন্তব্য করেনি মোটোরোলাকে অধিগ্রহণকারী সংস্থা লেনোভো।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM