রাউজানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুণীজন মিলনমেলা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের মুখে উঠে এসেছে রাউজানের উন্নয়নের গল্প।
শুক্রবার (১৮ জানুয়ারি) সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী পশ্চিম রাউজান মিড পয়েন্ট রিসোর্টে এ সম্প্রীতি মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রাউজানে ব্যাপক উন্নয়ন হয়েছে। পিংক সিটি হয়েছে। এই চলমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী একজন আদর্শ জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সাংসদ আশিকুর রহমান বলেন, রাউজান একসময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। বর্তমানে রাউজান শান্তির জনপদে পরিণত হয়েছে।
সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানের মানুষ আমাকে ভালোবাসেন। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এ জনপদের মানুষের জন্য কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আ ন ম ওয়াহিদ দুলাল ও সাংসদ আশিকুর রহমানের সহধর্মিণী প্রখ্যাত শিল্পী রেহেনা আশিক।
উপজেলা যুবলীগের সহসভাপতি সুমন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার প্যানেল মেয়র জমিরউদ্দিন পারভেজ ও ব্যবসায়ী কামাল উদ্দিন।
মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, নগরের জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, এবিএম ফজলে রাব্বি চৌধুরী, এবিএম ফজলে শহীদ চৌধুরী, তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী।
দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, গ্রামীণ খেলাধুলা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।
জয়নিউজ/শফিউল/বিশু/জুলফিকার