চকবাজারে সিটি মেয়রের নিজ বাড়িতে ৫০০ দুঃস্থ মানুষের মাঝে মাংস বিতরণ

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তার পৈতৃক নিবাস চকবাজার ডিসি রোডে নিজ উদ্যোগে ৫০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছেন।

- Advertisement -

রোববার সকালে আয়োজিত এ মানবিক উদ্যোগে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ঈদের মাংস তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, “ঈদের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঈদের খুশি ভাগ করে নিতে হবে—এটাই কুরবানির মূল শিক্ষা।”

- Advertisement -google news follower

মাংস বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমরান উদ্দিন, মহানগর যুবদল নেতা মো. জাবেদ, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিম, মো. সোহেল ও মো. সাদ্দামুল হক সাদ্দাম।

এই সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ