মাঠের রাজনীতিবিদরা কখনো নেতাকর্মীদের মন থেকে হারিয়ে যায়না: ডাঃ শাহাদাত

অনলাইন ডেস্ক

ত্যাগী এবং মাঠের রাজনীতিবিদরা কখনো নেতাকর্মীদের মন থেকে হারিয়ে যায়না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

- Advertisement -

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র আয়োজনে এক অনাড়ম্বর পরিবেশে বিএনপির ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১০জুন (মঙ্গলবার) সকাল ১০টায় সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট সংলগ্ন রাহী ভিলেজে শফিকুল ইসলাম রাহী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃশাহাদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম ,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব লেয়াকত আলী চেয়ারম্যান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা নাছির উদ্দীন ও শামসুল ইসলাম বাবলু মেম্বার।

- Advertisement -islamibank

চসিকের মেয়র ডা শাহাদাত হোসেন আরও বলেন,বিএনপিকে নিয়ে সবসময় যে ষড়যন্ত্র হয়েছে তা আর কোনো দলকে নিয়ে হয়নি। এত ষড়যন্ত্র, দমন, নিপিড়ন নির্যাতন চালানোর পরেও নেতাকর্মীদের রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও পালিয়ে যায়নি। কিন্তু আওয়ামীলীগের নেত্রী সবসময় নেতকর্মীদের রেখে দিল্লিতে পালিয়ে গেছে। তিনি আরো বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি আবারো ক্ষমতায় আসবে। বিএনপি সরকার গঠন করলে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। গত ১৬টি বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্মম অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ছিল ঠিক তেমনি এ দেশকে রক্ষা করতে বিএনপির সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি আরো বলেন, সুবিধাবাদীরা সবসময় ছিল আছে এবং থাকবে। সুবিধাভোগীদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই শিক্ষাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন। তিনি দুর্নীতি, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার মানবাধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ