বাঁশখালীতে আ.লীগ নেতা সেলিম মেম্বার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. সেলিম প্রকাশ সেলিম মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

আজ বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার পশ্চিম গুনাগরি এলাকায় থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

- Advertisement -google news follower

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘সেলিম মেম্বারের বিরোদ্ধে বাঁশখালী থানায় নাশকতার মামলা রয়েছে।

বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

- Advertisement -islamibank

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদে অভিযান পরিচালনা করে উপজেলার গুনাগরি এলাকা থেকে সেলিম মেম্বারকে গ্রেপ্তার করে টিম বাঁশখালী। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ