পতেঙ্গা সৈকতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করল চসিক

ডেস্ক

চট্টগ্রাম নগরীর অন্যতম বিনোদন স্পট পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

- Advertisement -google news follower

পতেঙ্গা থানার ওসি ও পুলিশের একটি টিমকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন চসিক মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ।

চসিক থেকে বলা হয়, সৈকতের আশপাশে বেড়িবাঁধের জায়গা দখল করে স্থাপিত দোকানগুলো দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল।

- Advertisement -islamibank

এ ছাড়া এসব দোকান থেকে ভেজাল ও নোংরা খাবার বিক্রির অভিযোগ ছিল সাধারণ মানুষের মধ্যে। ফলে সৈকতের সৌন্দর্য এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নষ্ট হচ্ছিল।

চসিক সূত্র জানায়, এখানে পরিবার নিয়ে ঘুরতে আসা লোকজনের জন্য কোনো পর্যাপ্ত খোলামেলা স্থান থাকছিল না। দোকানিরা বেড়িবাঁধ দখল করে অবৈধভাবে ব্যবসা করছিল, যা সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, সৈকতের সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ