টেস্ট ইতিহাসে বিরল কীর্তি গড়লেন রাবাদা

খেলাধুলা ডেস্ক :

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ১৪১ বছরের টেস্ট ইতিহাসে বিরল কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

- Advertisement -

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৫১ রানে ৫ উইকেট নিয়ে এই অনন্য সম্মান অর্জন করেছেন তিনি।

- Advertisement -google news follower

লর্ডসের ঐতিহ্য অনুযায়ী, টেস্টে শতরান কিংবা ইনিংসে পাঁচ উইকেট পেলেই খেলোয়াড়ের নাম খোদাই হয় ঐতিহাসিক ‘অনার্স বোর্ড’-এ।

এই বোর্ড দুটি—একটি ঘরোয়া (হোম) ড্রেসিংরুমের জন্য, অন্যটি বিদেশি (অ্যাওয়ে) ড্রেসিংরুমের জন্য সংরক্ষিত।

- Advertisement -islamibank

এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ রানে ৫ উইকেট নিয়ে বিদেশি ড্রেসিংরুমের অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছিলেন রাবাদা।

এবার লর্ডসে দক্ষিণ আফ্রিকাকে ‘হোম’ দল হিসেবে বিবেচনা করায়, ৫১ রানে ৫ উইকেটের এই অসাধারণ পারফরম্যান্স তাকে ঘরোয়া ড্রেসিংরুমের বোর্ডেও স্থান করে দিয়েছে।

এই বিরল কীর্তিতে রাবাদা যোগ দিলেন কেবল একজন কিংবদন্তির পাশে—ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ।

গ্রিনিজ ১৯৮৪ ও ১৯৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২১৪ অপরাজিত ও ১০৩ রানের ইনিংস খেলে বিদেশি বোর্ডে নাম লেখান।

পরে ১৯৮৭ সালে এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) হয়ে ১২২ রান করে হোম বোর্ডেও জায়গা করে নেন।

ম্যাচ চলাকালীন নিয়ম অনুসারে রাবাদার নাম হাতে লেখা স্টিকি টেপে লিখে বোর্ডে লাগানো হয়। শিগগিরই তা সোনালি অক্ষরে স্থায়ীভাবে খোদাই করা হবে।

২০১৮ সালে লর্ডসের বোর্ড সংস্কারের পর নিরপেক্ষ ম্যাচগুলোর জন্য আলাদা তালিকা না থাকায়, এই কীর্তি স্থায়ীভাবেই ইতিহাসে যুক্ত থাকবে।

রাবাদা নিজেও এমন অর্জনে উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এবার ঘরোয়া ড্রেসিংরুমে নিজের নাম দেখতে পাওয়া সত্যিই বিশেষ অনুভূতি।’ সূত্র : ক্রিকইনফো।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ