পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ২৯ হাজার টাকায়

দেশজুড়ে ডেস্ক :

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ১৯ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ২৯ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৭টার দিকে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে অন্য জায়গায় বিক্রি করেন।

- Advertisement -google news follower

জানা গেছে, জেলে কালাম হালদার দলবল নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে বৃহস্পতিবার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যান। সকাল ৭ টার দিকে হঠাৎ তাদের জালে জোরে একটা ধাক্কা লাগে।

জাল উঠিয়ে দেখা যায় বড় আকৃতির একটি পাঙাশ মাছ আটকা পড়েছে। মাছটি নিয়ে তারা দৌলতদিয়া ফেরিঘাটের কেসমত মোল্লার মৎস্য আড়তে নিয়ে গিয়ে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৯ কেজি।

- Advertisement -islamibank

পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘উন্মুক্ত নিলামে পাঙাশ মাছটি কিনে এনে মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ২৯ হাজার ৪৫০ টাকায় বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ