বরিশালে একদিনেই ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

বরিশালে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিভাগটিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে চলতি বছর এ পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হলো।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্য জানান।

- Advertisement -google news follower

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুঠিয়া কাঠি গ্রামের ইসরাত জাহান (২০), বরগুনা জেলার বালিয়াতলী ইউনিয়নের চারপাড়া গ্রামের চাঁন মিয়া (৭৫) ও বরগুনা সদর উপজেলার থানা পাড়া এলাকার ঘোসাই দাস (৮৫) মারা যান।

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ১২৪ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩২৪ রোগী চিকিৎসাধীন।

- Advertisement -islamibank

এর মধ্যে বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১০০, পটুয়াখালীতে ১৮, পিরোজপুরে ৭, বরগুনায় ১৯৩ ও ঝালকাঠিতে ছয়জন রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৪৮৬ রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ১৫৫ জন।

এদিকে চলতি বছর পুরো বিভাগে ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন ও বরগুনায় ৫ জন মারা যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ