প্রেমিকের প্রতারণা, গৃহবধূর আত্মহত্যা

দেশজুড়ে ডেস্ক :

রাজবাড়ীর পাংশায় দীপা রানী পাল (২২) নামে এক গৃহবধূর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

- Advertisement -

পরিবারের অভিযোগ, পরকীয়া প্রেমিকের প্রতারণার শিকার হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার মৈশালা (পালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা (পালপাড়া) গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের স্ত্রী। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে পাঁচ বছর বয়সী যমজ দুটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের শাশুড়ি সাধনা রানী বলেন, বুধবার (১১ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার দিকে বৌমা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

- Advertisement -islamibank

পরদিন (১২ জুন) সকাল ৫টার দিকে তাকে বাড়িতে পৌঁছে দেয় মৈত্রডাঙ্গী গ্রামের জব্বার মন্ডলের ছেলে সাহাই, ইমারতের ছেলে সালাম ও চাঁদ আলীর ছেলে মাসুদ।

ফেরার সময় তার কানের দুল, হাতের শাঁখা ও সিঁথিতে সিঁদুর ছিলো না।সকাল ৭টার দিকে সে ঘরে ঢোকে। তারপরই কোনো একসময় এ ঘটনা ঘটায়।

নিহতের স্বামী মিঠুন পাল অভিযোগ করেন, দীপার (স্ত্রী) ‘সাগর খান’ নামের একটি ফেসবুক আইডির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং ধারণা করা হচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

তিনি বলেন, ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়েই দীপা রাতে বাড়ি বাইরে বের হয়। রাতে ওর সাথে হয়তো খারাপ কিছু হয়েছে। আর সেকারণেই সে আত্মহত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করছি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, তাদের পরিবারে কোনো ঝামেলা ছিল না। অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলা ও পরকীয়া সম্পর্কের কারণেই এমনটি করেছে বলে মনে হচ্ছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠাই।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ বিষয়ে নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলার এজাহার দিয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ