বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে কোটি রুপি দেবে টাটা

প্রতিবেশী ডেস্ক :

আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইনটির মালিক টাটা গ্রুপ।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসা খরচ বহন করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিক্যাল ছাত্রাবাসটি পুনর্গঠনে সহায়তা করবে তারা।

- Advertisement -google news follower

এই বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক মুহূর্তে আমাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করার উপায় নেই। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং ক্ষতিগ্রস্ত সবার পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব সহায়তা দেবো।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই মেডিক্যাল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়।

- Advertisement -islamibank

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি লন্ডনের গ্যাটউইক যাচ্ছিলো। এতে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে বেশির ভাগই ভারতীয় ও ব্রিটিশ নাগরিক।

এখন পর্যন্ত নাটকীয়ভাবে একজনের জীবিত থাকার খবর নিশ্চিত করা গেছে। সূত্র: বিবিসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ