নগরের এ কে খান এলাকার প্লাস্টিক ও অন্যান্য সামগ্রীর গুদামে লাগা আগুন এখনও পুরোপুরি নেভেনি। বেলা ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে ফায়ার সার্ভিসের ১৭টি গাড়ি পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শনিবার (১৯ জানুয়ারি) সকালে ঘটনাস্থলের কিছু কিছু অংশে ধোঁয়া উঠতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, প্রচুর মালামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সময় লাগছে। তবে এখন শেষ পর্যায়ের কাজ চলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন।
জয়নিউজ/ফয়সাল/জুলফিকার