যুক্তরাজ্য সফরে সুনির্দিষ্ট ৫ অর্জনের কথা জানালেন প্রেস সচিব

জাতীয় ডেস্ক :

যুক্তরাজ্যে ৪ দিনের সফর শেষে দেশের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফর নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল।

- Advertisement -

সফরে কী অর্জন হলো সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

- Advertisement -google news follower

তিনি পোস্টে যুক্তরাজ্য সফরে ৫ অর্জনের কথা উল্লেখ করেন। এগুলো হলো—
১. রাজা চার্লস থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার এবং ব্রিটিশ রাজার সঙ্গে ৩০ মিনিটের এক-অন-এক সাক্ষাৎ। গত বছরের জুলাই থেকে বাংলাদেশে জুলাই আন্দোলন ও যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি।

২. অন্তর্বর্তীকালীন সরকারের নেতা ও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতার ঐতিহাসিক বৈঠক। ষড়যন্ত্রকারীদের জন্য এটা একটা ‘গেম ওভার’ মুহূর্ত।

- Advertisement -islamibank

৩. যুক্তরাজ্যের এনসিএ শীর্ষ হাসিনা সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ডের ৩২০ সম্পত্তি জমেছে। এনসিএ কর্মকর্তারা বলেছেন যে, এটি সংস্থার একক বৃহত্তম সম্পদ ছিল। সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য বার্তা। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন আইজি সম্পদ উদ্ধারের জন্য কী করছেন তা উল্লেখ করা হয়েছে।

৪. সম্পদ উদ্ধারের পথ সুগম করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এসিসি প্রধানসহ ব্রিটিশ মন্ত্রী, আইন প্রণেতা ও কর্মকর্তা এবং বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে সিরিজ বৈঠক হয়। আশা করি, আমরা এই অভিজ্ঞতা সারা বিশ্বে ব্যবহার করতে পারবো।

৫। রোহিঙ্গা সমস্যা সমাধানে আরও কিছু আশা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ