ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

প্রতিবেশী ডেস্ক :

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দশ বছর বয়সী শিশু রয়েছে।

- Advertisement -

আজ রোববার (১৫ জুন) ভোরে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ডের জঙ্গলে পড়ে। এতে ঘটনাস্থলেই আগুন ধরে যায়।

- Advertisement -google news follower

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল অর্যণ এভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। মাত্র ১০ মিনিটের যাত্রাপথে হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও ত্রিজুগিনারায়ণের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।

বদ্রী-কেদার মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

গত ৪০ দিনের মধ্যে এটি রাজ্যের পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার মর্মান্তিক সংবাদ পেয়েছি।

এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে। সকল যাত্রীর নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছি।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM