খুলশীতে অভিযান/চোরাই ৩১টি স্মার্টফোনসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই স্মার্টফোন চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

- Advertisement -

গোপন সোর্সের খবরে শনিবার গভীর রাত পৌনে ২টার দিকে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম–১।

- Advertisement -google news follower

অভিযানে গ্রেপ্তার ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান (৩৫)। সে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর এলাকার বাসিন্দা।

আটক মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -islamibank

রবিবার দুপুরে ডিবি থেকে জানানো হয়, উদ্ধার হওয়া Samsung, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google ও Benco ব্র্যান্ডের ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ