চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের নূনাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিয়েছে মিনি কাভার্ডভ্যান।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে কাভার্ড ভ্যানে থাকা জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, নিহত জাহাঙ্গীর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাহাপুরের মো. জয়নাল আবেদীনের ছেলে। দুর্ঘটনা কবলিত ওই গাড়িতে থাকা মালামাল নিয়ে তিনি চট্টগ্রামে আসতেছিলেন।
রাতে দুর্ঘটনার পরপর তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের সদস্যরা তাঁর লাশটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাকসুদ হোসেন বলেন, ঢাকা থেকে মিনি কাভার্ডভ্যান করে গার্মেন্টস পণ্য নিয়ে চট্টগ্রামে আসতেছিলেন জাহাঙ্গীর আলম।
চালানে লেখা আছে রিয়েল সোয়েটার নামক একটি কোম্পানির পণ্য ছিল। দুর্ঘটনার পর নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁরা আসার পর লাশটি হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছে হাইওয়ে পুলিশ।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত মিনি কাভার্ডভ্যানে থাকা গার্মেন্টস পণ্যগুলো নিতে কোন প্রতিষ্ঠান যোগাযোগ করেনি বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাকসুদ হোসেন।
জেএন/পিআর