মিরসরাইয়ের ঝর্ণার কূপে ডুবে ইসলামিয়া কলেজছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়দারোগাহাট এলাকার রূপসী ঝর্ণার কূপে ডুবে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

আসিফ চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার বাসিন্দা মো. গোলাপের ছেলে। তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৫ জুন) সকালে আসিফ আরও চার বন্ধুর সঙ্গে রূপসী ঝরনায় ঘুরতে আসেন। সকাল সাড়ে ১১টার দিকে সবাই মিলে ঝরনার পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে আসিফ নিখোঁজ হয়ে পড়েন।

- Advertisement -islamibank

বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি ও স্থানীয়দের সহায়তায় দুপুর ১টার দিকে আসিফের মরদেহ উদ্ধার করে।

নিহতের বন্ধু মেহেদী হাসান বলেন, ‘আমরা পাঁচ বন্ধু রূপসী ঝরনায় এসেছিলাম। গোসল করতে নেমে কিছুক্ষণ পর দেখি আসিফ নেই।

অনেক খুঁজেও না পেয়ে ৯৯৯-এ ফোন দিই। ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। মুহূর্তেই বন্ধুকে হারালাম, বিশ্বাসই করতে পারছি না।’

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও উদ্ধারকারী দলের লিডার শাহলঙ্গ মারমা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করি এবং পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ