চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ

চট্টগ্রামে একদিনেই নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

- Advertisement -

নগরীর চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের পরীক্ষা শেষে ৯ জনের শরীরে এ ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

- Advertisement -google news follower

সরকারিভাবে চট্টগ্রামে গত সাতদিনে এ পর্যন্ত ১৮ জনের করোনা পাওয়া গেছে। রবিবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের ৪টি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

এর মধ্যে আটজন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি এক জন উপজেলার। উপজেলার শনাক্ত হওয়া রোগী পটিয়ার বাসিন্দা।’

এর আগে, চট্টগ্রামে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিন অন্তত এক জনের করোনা শনাক্তের কথা জানায় সিভিল সার্জন কর্তৃপক্ষ। গেল সাত দিনের তুলনায় একদিনেই শনাক্ত হয়েছে ৯ জন।

এদিকে, আক্রান্ত নয়জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী পাঁচজন। এদের মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা এবং ২ জন উপজেলার বাসিন্দা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ