কক্সবাজারে অসামাজিক কাজের অভিযোগে ৪৮ তরুণ-তরুণী আটক

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৪৮ তরুণ-তরুণীকে আটক করা হয়।

- Advertisement -

তাদের মধ্যে রয়েছেন ৩৮ তরুণ এবং ১০ তরুণী। আটককৃতদের বিরুদ্ধে ‘অসামাজিক কাজে লিপ্ত’ থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -google news follower

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

তিনি জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল।

এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়। এ সময় ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার কটেজ জোন নামের পরিচিত। এই এলাকায় দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ এবং যৌনকর্মীরা মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছে।

তাদের অত্যাচারে যে কোন সাধারণ মানুষের জন্যও ওই এলাকায় যাতায়াত নিরাপদ নয়। পর্যটকরাও হয়রানির শিকার হন। সৈকতে পর্যটকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সাগর পাড়ের হোটেল মোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানিয়েছেন, এলাকার দীর্ঘদিনের এমন সব সমস্যার কারণে পর্যটক হয়রানি বেড়ে যাচ্ছিল। তিনি পুলিশি অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

ওসি জানিয়েছেন, তাদের সন্দেহজনকভাবে আটক দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ