কক্সবাজারের রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে মহাসড়কের রামু রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন। তিনি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের বাসটির কক্সবাজারগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

- Advertisement -islamibank

এতে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায় আর কাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের তিন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ