বান্দরবানের রুমায় বম জনগোষ্ঠীর খ্রিষ্টধর্ম প্রচারের শতবর্ষ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) সকালে ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে উপজেলা হাইস্কুল মাঠে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বম রাম গসপেল সেন্টেনারি শীর্ষক এ উৎসবের উদ্বোধন করেন বম সম্প্রদায়ের ধর্মীয় নেতা রেভারেন্ড কামখুপ বম।
অনুষ্ঠানে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা অংশ নিচ্ছেন। এছাড়া পার্বত্য তিন জেলা থেকেও বম সম্প্রদায়ের নারী-পুরুষ উৎসবে অংশ নিচ্ছেন।
আয়োজক কমিটির সভাপতি রেভারেন্ড পেকলিয়ান বম বলেন, পার্বত্য চট্টগ্রামের বম জনগোষ্ঠী খ্রিষ্টধর্ম গ্রহণের আগে প্রকৃতির পূজারী ছিল। ১৯১৮ সালে তারা খ্রিষ্টধর্ম গ্রহণ করে। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ভাইরেলহ গ্রামে যীশুর সুসমাচার পৌঁছে দেন ধর্মীয় নেতা রেভারেন্ড এডউইন রোলেন্ডস। বর্তমানে পাড়াটির অস্তিত্ব না থাকলেও পার্বত্য চট্টগ্রামের বম সম্প্রদায় প্রকৃতি পূজা ছেড়ে খ্রিষ্টধর্ম পালন করছে। এখানে বম সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ২০ হাজার।
শতবর্ষ পূর্তি উৎসব উদযাপনে রুমায় বম জনগোষ্ঠীর একটি মিলনমেলা তৈরি হয়েছে।
জয়নিউজ/আলাউদ্দিন/বিশু/আরসি