চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ১০

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুবরণকারী ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।

- Advertisement -

সোমবার (১৬ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -google news follower

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি আগে থেকেই পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যায় ভুগছিলেন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার তার ডায়ালাইসিস করানো হয়। করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নগরের পাঁচটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১২০টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগরের এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

- Advertisement -islamibank

এদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী— গত আট দিনে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২২ জনই মহানগরের বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ