আবাসিক হোটেলে অভিযান চালানো কথিত সাংবাদিক হান্নান আটক

অনলাইন ডেস্ক

আবাসিক হোটেলে অভিযান চালানো কথিত সাংবাদিক হান্নান রহিম তালুকদারকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১০ টার দিকে কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

- Advertisement -

তিনি জানান, গত ৫ জুন রাত ১১টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকার পপুলার গেস্ট হাউজ নামক আবাসিক হোটেলে কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদারসহ তার সাথে থাকা কয়েকজন আবাসিক হোটেলে অনাধিকার প্রবেশ করে বেআইনিভাবে হোটেল কক্ষ তল্লাশির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে নিয়ে সংবাদ মাধ্যমে নিউজ হয়, নড়েচড়ে বসে প্রশাসন।

- Advertisement -google news follower

পরে উক্ত ঘটনায় বাদী হোটেল স্টাফ জাকির হুসেন সোমবার থানায় এজাহার দায়ের করলে চান্দগাঁও থানা পুলিশ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূল আসামী কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদারকে আটক করে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ