গলে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
গত চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশর শুরুটা ছিল দারুণ কঠিন; প্রথম চক্রে কোনো জয় না পাওয়ায় দল ছিল টেবিলের তলায়। দ্বিতীয় চক্রে অবশ্য এক ম্যাচ জয়সহ মোট ৭ নম্বর স্থান পেয়ে শেষ করেছিল টাইগাররা। নতুন চক্রে এই ধারা ধরে ধরে আরেক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে দলের ক্যাপ্টেন নাজমুল ও সমর্থকদের মনে।
নতুন প্রতিপক্ষ নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের মজবুত অবস্থান তৈরি হয়েছিল। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে শুরুতেই জয়ের তালিকা বাড়িয়ে অন্তত ৬ নম্বরে উঠে আসার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
গলের উইকেটে বাংলাদেশের ব্যাটাররা কতটা দৃঢ়তা দেখাতে পারেন, সেটাই নির্ধারণ করবে এই নতুন অধ্যায়ের সফলতা। অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে বাংলাদেশের বোলাররাও প্রস্তুত। আইসিসির এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যেন বাংলাদেশের ক্রিকেটকে আরও মজবুত করার এক বড় মঞ্চ।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
শ্রীলঙ্কা একাদশ- পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া ও অসিথা ফার্নান্দো।
জেএন/এমআর