আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালী থানায় ভাঙচুর ও অস্ত্র লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থানা থেকে লুট করা একটি বিদেশি পিস্তল এবং দুটি করে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রুবেল ওরফে রনি (২৮)। সে মিরসরাই উপজেলার মিঠাচর গ্রাম ঠাকুরদিঘী বাজার এলাকার বাসিন্দা মো. নুরুদ্দিনের ছেলে। পেশায় একজন ভ্যানচালক।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তি আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট তিনি অস্ত্র লুটের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। যা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতকাল দিবাগত রাতে আমরা একটা তথ্য পাই যে, থানা হতে অস্ত্র লুটের সঙ্গে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গা থানা এলাকায় আছে। সেখান থেকে এই রুবেলকে আমরা গ্রেপ্তার করি।
তাকে জিজ্ঞাসাবাদের পরে কোতোয়ালী থানাধীন মেরিন ড্রাইভ রোডের সামনে লট্ট্যাইয়াঘাটা এলাকা থেকে তার দেখানোমতে একটি অস্ত্র উদ্ধার করি। যেটি একটি পলিথিনে মোড়ানো ছিল।’
ডিসি আলমগীর হোসেন বলেন, ‘অস্ত্রে থাকা নম্বর মিলিয়ে আমরা নিশ্চিত হই যে, এটি ৫ই আগস্ট কোতোয়ালী থানা থেকে লুটকৃত পিস্তল।
সেইসময় অস্ত্র লুটের ঘটনায় হওয়া মামলায় তাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। একইসাথে দুই রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।’
উদ্ধার করা অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি জানিয়ে মো. আলমগীর বলেন, ‘এটি লুকিয়ে রাখা ছিল। আর লুটপাটের দিন সে ছিল—স্বীকারও করেছে আমাদের কাছে। ওই সময় যে পরিস্থিতি ছিল, সেই সময় বিভিন্নজন বিভিন্নভাবে অস্ত্রগুলো লুট করেছিল।’
জেএন/পিআর