চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদ বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত মো. নাছির উদ্দিন (৩৮)কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের আলুরঘাট রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী উত্তর নতুন পাড়ার বাসিন্দা এবং বশির আহমদের ছেলে।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান ও এসআই মাঈন উদ্দীনসহ পুলিশের একটি নিয়ে পরিচালিত বিশেষ এ অভিযানের নেতৃত্ব দেন মেজর আহসানুল করিম রাঈম।
পুলিশ জানায়, নাছির দীর্ঘদিন ধরে বড়হাতিয়া এলাকায় ‘তৌহিদ বাহিনী’র হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ একাধিক অপরাধে জড়িত ছিলেন তিনি। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় এর আগেও সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা রয়েছে।
গত রবিবার তার অবস্থান নিশ্চিত হয়ে সেনাবাহিনী ও পুলিশের টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির স্বীকার করেন, তার কাছে অস্ত্র রয়েছে।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বড়হাতিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ঘরের পেছনে লাকড়ির স্তুপের নিচ থেকে উদ্ধার করা হয় একটি দেশিয় তৈরি একনলা এলজি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং একটি লম্বা দা।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নাছিরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেএন/পিআর