ভারতে বিমান দুর্ঘটনা: ১৩৫ জনের মরদেহ শনাক্ত

অনলাইন ডেস্ক

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পাঁচ দিন পর পর্যন্ত উদ্ধারকৃত ২৭০টি মরদেহের মধ্যে ১৩৫টি শনাক্ত করা হয়েছে।

- Advertisement -

শনাক্ত হওয়া মরদেহের মধ্যে ১০১টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদ সিভিক হাসপাতালের এক কর্মকর্তা।

- Advertisement -google news follower

ডিএনএ পরীক্ষার ওপর নির্ভর মরদেহ শনাক্তকরণ
দুর্ঘটনায় নিহতদের অধিকাংশ মরদেহই চরমভাবে পুড়ে গেছে। তাই সেগুলো শনাক্ত করতে সময় লাগছে। হাসপাতাল সূত্র জানায়, ‘প্রায় সব মরদেহ পুড়ে যাওয়া গলিত মাংসপিণ্ডে পরিণত হয়েছে। তাই চেহারা দেখে বা সাধারণভাবে শনাক্ত করার সুযোগ নেই। শুধুমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমেই শনাক্ত সম্ভব হচ্ছে।’

দুর্ঘটনায় নিহত ২৭০ জন, এর মধ্যে ২৯ জন স্থানীয় বাসিন্দা
বিধ্বস্ত হওয়া বিমানটিতে ২৪১ জন আরোহী ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন। এ ছাড়া বিমানটি একটি মেডিকেল হোস্টেলের উপর ভেঙে পড়ায় ওই ভবনের আবাসিকসহ আরও ২৯ জন স্থানীয় মানুষও নিহত হয়েছেন।

- Advertisement -islamibank

সাংবাদিকরা জানিয়েছেন, হাসপাতালের সামনে অপেক্ষমাণ স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একজন স্বজন বলেন, ‘আমরা জানি না, কখন মরদেহ হাতে পাব। কেবল অপেক্ষা করতে পারছি। কেউ সঠিক তথ্য দিচ্ছে না।’

সরকারি তদন্ত শুরু, বিরোধীদের প্রশ্ন
মঙ্গলবার পুনেতে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মোহন জানিয়েছেন, ‘আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া হচ্ছে। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। তার তথ্য বিশ্লেষণের পর প্রকৃত কারণ জানা যাবে।’

ভারত সরকার ইতোমধ্যে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ-স্তরের তদন্ত কমিটি গঠন করেছে, যেটি যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল, ও নিয়ন্ত্রক ব্যর্থতা—সব দিক থেকে তদন্ত করবে।

তবে তদন্ত প্রক্রিয়ায় আমলাদের সরাসরি সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

তাদের অভিযোগ,‘বিশেষজ্ঞদের বাদ দিয়ে আমলাদের দিয়ে তদন্ত করানো হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে, যাতে দুর্ঘটনার প্রকৃত কারণ গোপন রাখা যায়। এটা সমান্তরাল তদন্তের নাম করে ধামাচাপার চেষ্টা।’

এক বিরোধী নেতা মন্তব্য করেন, ‘যেখানে বেসামরিক বিমান চলাচল নিয়ে পুঙ্খানুপুঙ্খ প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন, সেখানে একজন আমলা কীভাবে তদন্তের নেতৃত্ব দিতে পারেন?’

নিহতদের স্বজনরা দ্রুত মরদেহ বুঝিয়ে দেওয়ার পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ