চট্টগ্রামের আনোয়ারায় চাকরির পরীক্ষা শেষে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে এক তরুণীকে অটোচালক ও তাঁর সহযোগী ধর্ষণচেষ্টা চালিয়েছেন।
তবে প্রাণ বাঁচাতে চলন্ত অটো থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেন ওই তরুণী। এতে তাঁর মুখে আঘাত লাগে, নাক-মুখ থেঁতলে যায় এবং একটি দাঁত পড়ে যায়।
বুধবার (১৮ জুন) সকালে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়ার নির্জন এলাকায় ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়।
ভুক্তভোগী তরুণী বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। সে আহত অবস্থায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি জানান, কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট এলাকায় খালাতো বোনের বাসায় থেকে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এর একটি কারখানায় ইন্টারভিউ দিতে যান।
পরীক্ষা শেষে সকাল ৮টার দিকে চাতরী চৌমুহনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
তরুণী বলেন, “অটোতে শুরু থেকেই একজন অপরিচিত যুবক ছিল। চালক আমাকে মূল গন্তব্যে না নিয়ে ভুল পথে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং জানায়, চাকা নষ্ট হয়ে গেছে।
পরে চালক ও ওই যুবক মিলে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন সাহস করে চলন্ত অটো থেকে লাফ দিই। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে সচেতন মহল।
জেএন/পিআর