সাবেক এমপি ফজলে করিম আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা আরও দুই মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

- Advertisement -

এসময় ফজলে করিম নিজেকে রাউজানের সংসদ সদস্য উল্লেখ করে শহরের কোনো ঘটনায় তার সম্পৃক্ততা নেই বলে আদালতের কাছে দাবি করেন।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে পুলিশের ‍দুটি আলাদা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের আগেরদিন গত বছরের ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালী ও সদরঘাট থানার মামলা দুটি দায়ের হয়েছিল।

- Advertisement -islamibank

দুই মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত কারাগারে থাকা এবিএম ফজলে করিম চৌধুরীকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন।

শুনানির সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়।

এসময় আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি রাউজানের সংসদ সদস্য। মেট্রোপলিটন এরিয়ার কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালানোর পথে ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ