মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন, আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন ৫ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ৩ বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

- Advertisement -islamibank

রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাশুক মিয়া বলেন, আমরা শুনেছি ট্রেনে কাটা পড়ে ৩ জন মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ