বান্দরবানে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ৯

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার রাতে লামা উপজেলার টঙ্কাবতী পূর্ণবাসন পাড়া থেকে চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতদের কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযানে প্রথম পর্যায়ে ১৫ জনকে আটক করে।

- Advertisement -islamibank

পরে চাঁদাবাজি ও অপহরণ ঘটানোর সাথে অভিযুক্ত ৯ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

আটককৃতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- টঙ্কাবতী পূর্ণবাসন কারবারি পাড়ার আনন্দমোহন চাকমা ও প্রেম রঞ্জন চাকমা। এদের মধ্যে প্রেমরঞ্জন চাকমা জ্বলন্ত চাকমা হত্যা মামলার আসামি।

আটকৃতরা আঞ্চলিক একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় আরও সন্ত্রাসী চাঁদাবাজ থাকতে পারে এ খবরে অভিযান অব্যাহত রয়েছে।

কঙ্কাবতী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মানইয়ং ম্রো জানান, রাতে ইউনিয়নের পূর্ণবাসন চাকমা পাড়ায় সেনাবাহিনী অভিযান চালায় এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেছেন- সাম্প্রতিক সময়ে টঙ্কাবতী সরই সুয়ালকসহ বিভিন্ন এলাকায় অপহরণ চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। স্থানীয় একটি চক্র এসব ঘটনার সাথে জড়িত রয়েছে।

এদিকে, অভিযানে এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ