আনোয়ারা থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা সংক্ষিপ্ত পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আহসান হাবীব পলাশ।

- Advertisement -

রুঠিন কাজের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে তিনি এ থানা ভিজিট করেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, সংক্ষিপ্ত পরিদর্শনকালে তিনি আনোয়ারা থানায় কর্মরত ফোর্সের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন।

এ সময় তিনি থানার সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্বারোপ এবং নিয়মিত প্যারেড অনুশীলনের জন্য নির্দেশনা প্রদান করেন।

- Advertisement -islamibank

পরিদর্শনকালে থানা কম্পাউন্ড, মেস, অফিসার ফোর্সের ব্যারাক, মালখানা, হাজতখানা এবং বিভিন্ন কক্ষ পরিদর্শন পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করে ভুলত্রুটি সংশোধনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, আনোয়ারা সার্কেল মো. সোহানুর রহমান সোহাগ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM