জলাবদ্ধতা রোধে গণসচেতনতাও জরুরি: মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরবাসীর দুর্ভোগ লাঘবে সড়ক ও খাল-নালা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডস্থ বাকলিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাকলিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চাক্তাই ডাইবারশন খালের উপর ব্রীজ সংস্কার কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

- Advertisement -

শুক্রবার উদ্বোধনকালে মেয়র বলেন, এই এলাকার স্কুল-কলেজ এবং রসুলবাগের জনগণের দীর্ঘদিনের ভোগান্তির একটি বড় কারণ ছিল ভেঙে যাওয়া এই ব্রিজটি। এটি পুনরায় নির্মাণ করা হয়েছে এবং সংযোগ সড়কের উন্নয়ন কাজও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।

- Advertisement -google news follower

তিনি আরও বলেন, চাক্তাই ডাইভারশন খাল নিয়মিত খনন ও পরিষ্কার হোক। কারণ যদি আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে পারি এবং সবাই মিলে এই খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করি, তাহলে বাকলিয়া জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

মেয়র এ সময় বিশেষভাবে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণসচেতনতা ছাড়া এই শহরকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব নয়। বাজারের লোকজন যেন ফুটপাথ ও খালপাড়ে পসরা সাজিয়ে না বসেন—তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পুনর্বাসনের পরও যারা খালের পাশে এসে বসে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -islamibank

তিনি বলেন, আমরা শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি হোক—এই নগরী আমাদের সবার, তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, চসিকের নির্বাহী প্রকৌশলী শাফকাত আমিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসিম চৌধুরী, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মোঃ জাহেদুল হক, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদ্দামুল হক, ১৭ নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ রায়হান ও যুবদলের নেতৃবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ