ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো. রাজু (২৬) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেয়াকোর বারৈয়ারহাট- ফটিকছড়ি সড়কের বালুটিলার কড়াইবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউপির হেয়াকো এলাকার ২ নং ওয়ার্ডের বাংলাপাড়ার মৃত সাইদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল বলেন-খাগড়াছড়ি থেকে একটি বাস ফেনীর দিকে যাচ্ছিল। বালুটিলার কড়ইবাগান এলাকায় পৌছালে বাসটি অপর এক মোটারসাইকেলকে ধাক্কা দেয়।

- Advertisement -islamibank

এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক মো. রাজু। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ