নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

দেশজুড়ে ডেস্ক :

মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক বাংলাদেশি কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়েছে।

- Advertisement -

রোববার (২২ জুন) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আরাফাত জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে সবজি সংগ্রহ করতে গিয়ে পা দিয়ে মাইনে চাপ দিলে তীব্র বিস্ফোরণে তার একটি বাম পা বিচ্ছিন্ন হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ জামছড়ি বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্ত চৌকি বিপি-৪৪ এর ৩ এস পয়েন্ট সংলগ্ন জিরো লাইনের প্রায় ২৫০ মিটার ভেতরে মিয়ানমার ভূখণ্ডে মাইন বিস্ফোরণ ঘটে।

- Advertisement -islamibank

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পাশাপাশি সীমান্তে অবৈধ যাতায়াত রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এর আগেও মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ