টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নিয়মিত অভিযানের সময় বস্তাভর্তি ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা।
নাফ নদীর মির্জাজোড়া সংলগ্ন এলাকায় ফেলে যাওয়া ওই বস্তা থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (২২ জুন) ভোররাতে ইয়াবাগুলো উদ্ধার করার তথ্য জানান, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, নিয়মিত অভিযানের সময় দুজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভিতর দিয়ে মির্জাজোড়া এলাকার দিকে আসতে দেখা যায়।
এ সময় ধাওয়া করলে নিজেদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে তারা পালিয়ে যায়। বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
জেএন/পিআর