মীর সাদেক অভির খুনিদের বিচার হবেই: মেয়র

অনলাইন ডেস্ক

সন্ত্রাস ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হওয়া মহানগর ছাত্রদল নেতা মীর সাদেক অভির খুনিদের বিচার হবেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

তিনি বলেন, ২০২০ সালের এই দিনে আগ্রাবাদ এলাকায় যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, অভি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সেই অপরাধে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসার পর আমরা ভেবেছিলাম সে সুস্থ হয়ে উঠেছে। কিন্তু বাসায় ফিরে যাওয়ার পর রিইনফেকশন হয়ে সে আমাদের ছেড়ে চলে যায়। অথচ তার খুনি সন্ত্রাসীরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

- Advertisement -google news follower

তিনি রবিবার (২২ জুন) বাদে মাগরিব নগরীর আগ্রবাদ ফায়ার সার্ভিস সংলগ্ন হাসান আলী জামে মসজিদে আগ্রাবাদে মাদক কারবারিদের ছুরিকাঘাতে নিহত চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মীর ছাদেক অভির ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মীর অভি স্মৃতি সংসদের খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসী যেই হোক, তার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। অভি একজন সাহসী যোদ্ধা ছিল। সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছে। ৫২ র ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে আমাদের ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। সেই ধারারই অংশ ছিল অভি।

- Advertisement -islamibank

তিনি বলেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিল অভি। মানুষের প্রতি তার ভালবাসার কারণেই সে এলাকাবাসীর কাছে অত্যাধিক প্রিয় ছিলেন। সামাজিক কর্মকান্ডে অভির সক্রিয় অংশগ্রহণ ও মাদকবিরোধী নানামূখী ভূমিকার কারণে সে সর্বমহলে সমাদৃত ছিল। অভির হত্যাকাণ্ডে আমাদের হৃদয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। অভির মৃত্যুর পাঁচ বছর পার হয়ে গেলেও হত্যাকারীদের এখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তাই অবিলম্বে অভির খুনিদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, আজকের এই দিনে আমরা বলতে চাই, কাঙ্ক্ষিত বিজয় তখনই অর্জিত হবে, যখন দেশের মানুষ মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে। এখন মানুষ ঠিকমতো খেতে পারছে না, সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারছে না। এমন পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত ও মানুষের অধিকার বাস্তবায়নের রাষ্ট্র গড়ার আন্দোলন অব্যাহত রাখতে হবে৷

মেয়র বলেন, দীর্ঘ ২৭ বছর পর আগ্রাবাদ বক্স কালভার্ট সংস্কারে আমরা হাত দিয়েছি। নৌবাহিনীর মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। একইসঙ্গে নাসির খাল ও লাল মিয়া খাল সংস্কারের কাজও হাতে নেওয়া হয়েছে। এ এলাকার জলাবদ্ধতা নিরসনে এগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নগরবাসীর প্রতি সতর্কতা জানিয়ে মেয়র বলেন, আমরা এখন তিনটি বড় সংকট মোকাবিলা করছি, কোভিডের ওমিক্রন এক্সপেরিয়েন্স, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। এক মিলিলিটার স্বচ্ছ পানিতেও এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই প্লাস্টিক ও পলিথিন যেকোনোভাবে জমতে দেওয়া যাবে না। এই শহরটা আমাদের সবার। সবাই মিলে এই শহরকে ভালোবাসতে হবে, রক্ষা করতে হবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মো. খান, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা ইকবাল হোসেন, ইদ্রিস আলী, উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক হাজী মো. মহসিন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, এম এ হালিম, মহানগর তাতীদলের সাবেক আহবায়ক মনিরুজ্জামান টিটু, যুবদলের সাবেক সহ সভাপতি মিয়া হারুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আবদুল আহাদ রিপন, অঙ্গ সংগঠনের মো. আলাউদ্দীন, বজল আহমেদ, এন মো. রিমন, আনোয়ার হোসেন, বশিরুল ইসলাম পলাশ, সামিয়াত আমিন জিসান সহ বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ