প্রতিবন্ধীদের পাশে না থাকলে উন্নয়ন অসম্পূর্ণ : মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। সহযোগিতা পেলে তারাও সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে। তাদের বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

- Advertisement -

রবিবার (২২ জুন) চট্টগ্রামের মুরাদপুরে সমাজসেবা কার্যালয়ে ‘একীভূত ও মানসম্মত শিক্ষাই হোক প্রতিবন্ধীদের সমাজে অন্তর্ভুক্তির অধিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

- Advertisement -google news follower

সেমিনারটি আয়োজন করে সমাজসেবা অধিদপ্তরের পিএইচটি সেন্টার। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

মেয়র বলেন, শারীরিক বা মানসিক বৈচিত্র্যের কারণে সমাজে কেউ যেন বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য সমান সুযোগ থাকা জরুরি।

- Advertisement -islamibank

সেমিনারে আরও বক্তব্য দেন- চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শরীফ উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন এবং সাংবাদিক নাছির উদ্দিন।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মো. কামরুল পাশা ভুঁইয়া। সেমিনারে সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ